আমার দুই মেয়ে আমার পৃথিবী

একজনের নাম জান্নাতুল ইসলাম । আরেকজনের নাম নাবিহা উদ্দিন।আর আমি তাদের গর্বিত বাবা ।আমার বড় মেয়ে একটু শান্তশিষ্টা আমার বড় মেয়ের বয়স আট বছর কিন্তু কখনো দেখিনি আমার মেয়ে কাউকে একটি চিমটি দিতে। মেয়েটা আমার মন মানসিকতা পেয়েছি একদম আমার মত। মেয়ে আমার স্কুলে যেতে খুব পছন্দ করে সে যদি কোন কারণবশত একদিন স্কুলে না যেতে পারে সেদিন সে কান্না করে, এটা ভালো লক্ষণ। যারা স্কুল কে ভালবাসে যাদের লেখাপড়ার প্রতি ভালোবাসা আছে তারা জীবনে উন্নতি করতে পারবে। স্কুলের মধ্যেও স্কুলের মাস্টাররা আমার মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। যখন তারা বলে আপনার মেয়ে স্কুলে ভালো রেজাল্ট করেছে সে লেখাপড়া খুব মনোযোগী তখন বাবা হিসাবে আমার বুকটা গর্বে ফুলে যায়।

আমার দুই মেয়ের মধ্যেই লেখাপড়া শিখার ক্ষুধা আছে।আরে এই ক্ষুধাই তাদেরকে একদিন বড় হতে সাহায্য করবে

অন্যদিকে আমার ছোট মেয়ে নাবিহা উদ্দিন সে একটু রাগী কিন্তু মনটা অনেক নরম। সে বাবা মার থেকে সর্বদা ভালোবাসার প্রত্যাশী। সে চাই সবাই তাকে সবার চাইতে বেশি ভালোবাসোক , আদর করুক।নাবিহারও লেখাপড়া প্রতি ভালোবাসা আছে। একবার সে শরীর অসুস্থতার কারণে এক সপ্তাহ স্কুলে যেতে পারিনি তখন সে তারা মুখে বলতে শুনলাম আম্মু আমি কখনো স্কুলে যাব । সে থেকে বুঝলাম লেখাপড়ার প্রতি তার টান আছে। আমার দুই মেয়ে ড্রয়িং করতে খুব পছন্দ করে। আমিও বাবা হিসেবে তাদেরকে কাগজ কলম সর্বদা দিয়ে রাখি আমি জানি আকার মধ্যে তারা মনের ভাব প্রকাশ করতে পারে খুব সহজে। আমার বড় মেয়ে বড় বোন হিসাবে ছোট বোনের প্রতি খুব দায়িত্ববান এবং সে সর্বদা তার ছোট বোনের অত্যাচার সহ্য করে।