নিজের সঙ্গে একটুখানি সময় – বইয়ের ছায়ায় নীরব আলাপন
জীবন, একটানা দৌড়ের নাম। প্রতিদিনের নিরবচ্ছিন্ন ছুটে চলা, কাজের পাহাড়, দায়-দায়িত্বের ভার যেন আমাদের একটানা পেষে চলে। এমন এক চক্রবূহ্যে আমরা আবদ্ধ, যেখানে নিজের সঙ্গে কথা বলার সময়টুকুও হারিয়ে ফেলি। অথচ, এই ব্যস্ততার মাঝেই হঠাৎ একটু থেমে যাওয়া, নিঃশব্দে নিজের ভেতরে ডুবে যাওয়া, আর বইয়ের পাতায় চোখ রেখে হারিয়ে যাওয়াটাই হতে পারে সবচেয়ে গভীর আত্মিক…