ছোট বেলায় আমার কুকুর পোষার খুব শখ ছিল ।একদিন নানু বাড়িতে কেও আমাকে এসে বললো অমুক বাড়িতে একটি ককুর অনেক গুলো বাচ্চা দিয়েছে । তখন আমি ছুটে গেলাম । গিয়ে দেখি এক কোন ঘরের ( রান্না ঘর ) মাজে একটি ককুর অনেক গুলো বাচ্চা নিয়ে শুয়ে আছে । সব গুলো বাচ্চা থেকে আমার একটি বাচ্চাকে মনে হল একটু বিচক্ষণ । আমিও সযোগ নিয়ে বসে আছি কখন মা ককুরটি চলে যাবে আর আমি ঐ বাচ্চা ককুরটিকে নিয়ে আসবো । যেই কথা সেই কাজ , যেই মাত্র মা ককুরটি বাইরে কোথাও গেল আর অমনি আমি বাচ্চাটির ঘারে ধরে বাড়িতে নিয়ে আসলাম । বাড়িতে এনে কিজে খাতির যত্ন । নানু কখন ভাত রান্না করবে আর ভাতের মার( গ্রাম্য ভাষায় ফেন বলে ) হবে তার জন্যে অপেক্ষা করতাম । এভাবে দিনের পর দিন যত্ন করতে লাগলাম আর বাচ্চাটিও ধীরে ধীরে বড় হতে লাগলো । একদিন ভাবলাম বাচ্চাটির একটা নাম দিলে কেমন হয় । অনেক ভেবে চিন্তে করে নাম দিলাম তাহার “পল্টু “ । to be continue …….