আমার নানা "আলহাজ্ব নওয়াব আলী " । আমি তাকে খুব কাছ থেকে যততকু দেখেছি ততটকু তার আর কোন নাতি - নাতনী দেখেনি । তিনি একজন ছন্দ পিয়াসী লোক ছিলেন । যখনি তিনি অবসর হতেন , নাতি- নাতনিদের সাথে আড্ডা দিতেন...
জীবন, একটানা দৌড়ের নাম। প্রতিদিনের নিরবচ্ছিন্ন ছুটে চলা, কাজের পাহাড়, দায়-দায়িত্বের ভার যেন আমাদের একটানা পেষে চলে। এমন এক চক্রবূহ্যে আমরা আবদ্ধ, যেখানে নিজের সঙ্গে কথা বলার সময়টুকুও হারিয়ে ফেলি। অথচ, এই ব্যস্ততার মাঝেই হঠাৎ একটু থেমে যাওয়া, নিঃশব্দে নিজের...
শৈশব, জীবনের এমন এক অধ্যায়, যেখানে ছোট ছোট ঘটনা ও অনুভূতিগুলো গেঁথে থাকে হৃদয়ের গভীরে। এই বয়সে আমাদের ভালোবাসা, আবেগ আর কল্পনা থাকে সবচেয়ে বিশুদ্ধ। তেমনই এক অবিচ্ছেদ্য স্মৃতির নাম – পল্টু । ছোটবেলায় আমার কুকুর পালার অদম্য শখ ছিল। একদিন...