হাইস্কুলের সেই দিন গুলো !

যখন প্রাইমারিতে পঞ্চম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা দিয়ে দিলাম তখন থেকেই মনের মধ্যে একটা ভাব চলে হাইস্কুলে যাচ্ছি ।তখনকার সময় যারা হাই স্কুলে পড়ত তাদের দেখলে বড় ভাই মনে হতো । তাদের ভাব সাবের মধ্যে একটা আলাদা একটা ভাব আছে । আরও লিখব ……।

সেই দিনগুলো ভুলার মত নই । প্রতি বসর যখন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হতো আহা কিজে আনন্দ লাগতো । সকাল সকাল গোসল করে রেডি হয়ে স্কুলের কাছে জেতেই মাইকের মধ্যে সেই কুমার সানুর বাংলা গান গুলো বাজত ” মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *