নানী,
কেমন আছেন? আশা করব ভালো আছেন। ভালো থাকবেন এই কামনাই করি।
হইত মনে মনে ভাবছেন ফোন, ইন্টারনেট এত কিছু থাকতে কেন চিঠি লিখতে বসলাম।
এত কিছুর পরেও কেন যেন মনে হল চিঠির মূল্যটা আর কোন কিছু দিয়ে পূরণ করা যায়না।
আমার এখনো মনে পরে যখন বড় মামা, আইয়ুব মামা, খাদেম মামা উনাদের চিঠি আসলে কতনা যত্ন করে পড়তেন! আর কতনা চোখের জল ভুক বেয়ে বেয়ে পরত!!
আজ সময় বদলেছে! বদলেছে মানুষের মনের মায়া মমতাও। আজকাল নিমিষের মধ্যে চাইলেই সরাসরি দেখে কথা বলা যায়। কোথায় যেন মনে হল এতে করে মানুষের কাছে মানুষের মূল্যও কমে গেছে। আজকাল ফোনে, ইন্টারনেটে এত কথা বললেও সেই ছোট চিঠিখানার মত মূল্য পাওয়া যায়না। কি জানি এভাবে আর কত কি বদলে যাবে!!
এত কিছু বদলাইছে বলায়নি আমি। খুব মনে পরে তোমাদের কথা। তোমরা আমার জন্যে দোয়া করিও, আমি যেন বাবা-মা, ভাই-বোনের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি।
আবারো আপনাদের মঙ্গল কামনা করে আজকের মত এখানেই রাখলাম।
ইতি,
তোমাদের নাতি
আসলাম (ইটালি)