যখন প্রাইমারিতে পঞ্চম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা দিয়ে দিলাম তখন থেকেই মনের মধ্যে একটা ভাব চলে হাইস্কুলে যাচ্ছি ।তখনকার সময় যারা হাই স্কুলে পড়ত তাদের দেখলে বড় ভাই মনে হতো । তাদের ভাব সাবের মধ্যে একটা আলাদা একটা ভাব আছে ।...
শৈশব, জীবনের এমন এক অধ্যায়, যেখানে ছোট ছোট ঘটনা ও অনুভূতিগুলো গেঁথে থাকে হৃদয়ের গভীরে। এই বয়সে আমাদের ভালোবাসা, আবেগ আর কল্পনা থাকে সবচেয়ে বিশুদ্ধ। তেমনই এক অবিচ্ছেদ্য স্মৃতির নাম – পল্টু । ছোটবেলায় আমার কুকুর পালার অদম্য শখ ছিল। একদিন...
নানা-নানী , নানুর বাড়ি , মামা , খালাম্মা এই শব্দগুলোর মধ্যেই কেমন একটা ঈদ আনন্দ কাজ করে । ছোট বেলা যখন আম্মা বলত আজকে তর নানুর বাড়ি যামু গুসল করে রেডি হ , সে কি আনন্দ !!!!! ভাষায় প্রকাশ করা...