যখন প্রাইমারিতে পঞ্চম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা দিয়ে দিলাম তখন থেকেই মনের মধ্যে একটা ভাব চলে হাইস্কুলে যাচ্ছি ।তখনকার সময় যারা হাই স্কুলে পড়ত তাদের দেখলে বড় ভাই মনে হতো । তাদের ভাব সাবের মধ্যে একটা আলাদা একটা ভাব আছে ।...
জীবন, একটানা দৌড়ের নাম। প্রতিদিনের নিরবচ্ছিন্ন ছুটে চলা, কাজের পাহাড়, দায়-দায়িত্বের ভার যেন আমাদের একটানা পেষে চলে। এমন এক চক্রবূহ্যে আমরা আবদ্ধ, যেখানে নিজের সঙ্গে কথা বলার সময়টুকুও হারিয়ে ফেলি। অথচ, এই ব্যস্ততার মাঝেই হঠাৎ একটু থেমে যাওয়া, নিঃশব্দে নিজের...
নানা-নানী , নানুর বাড়ি , মামা , খালাম্মা এই শব্দগুলোর মধ্যেই কেমন একটা ঈদ আনন্দ কাজ করে । ছোট বেলা যখন আম্মা বলত আজকে তর নানুর বাড়ি যামু গুসল করে রেডি হ , সে কি আনন্দ !!!!! ভাষায় প্রকাশ করা...